Breaking News

BREB/PBS JOB EXAM PREPARATION BY MD. TAHRIMUR RAHMAN


বাংলাদেশের সবচেয়ে সুন্দর নিয়োগ পদ্ধতির একটি। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ১০ দিন সময় নেয়, যা অন্য কোন প্রতিষ্ঠানে দেখা যায় না।

Recruitment Process

১। প্রিলি বা এমসিকিউ পরীক্ষাঃ যেদিন পরীক্ষা হবে, সেদিন বিকালে রিজাল্ট দিয়ে দেয়। যতজনই পরীক্ষা দিক না কেন, সাধারণত রিটেনের জন্য ২০০ থেকে ৪০০ জনের মতো উত্তীর্ণ করে। তাই প্রশ্নের ধরন অনুযায়ী কাটমার্ক ভিন্ন হতে পারে তবে  ৮৫% মার্কের উপর নিশ্চিত করলে রিটেনের জন্য উত্তীর্ণ হওয়ার আশা করা যায়  নেগেটিভ মার্কিং সাধারণত থাকে না, তাই সব প্রশ্ন উত্তর দেওয়া উচিত কিন্তু চাকুরি পরীক্ষার নিয়ম যেহেতু নির্দিষ্ট করা নাই, তাই নেগেটিভ মার্কিং যেকোন সময় এড হতে পারে  পরীক্ষার শুরুতে প্রশ্নের নির্দেশিকায় যদি নেগেটিভ মার্কিং নিয়ে লেখা থাকে , তাহলে নেগেটিভ মার্কিং থাকে; অন্যথায় নয় 

পরীক্ষার প্রশ্ন নিজেরা করে। যেহেতু চাকুরীজীবী মানুষ। প্রশ্ন তৈরি করার সময় কোথায়? ধারণামতে বিভিন্ন বই বা ওয়েবসাইট থেকে প্রশ্ন কপি করে থাকে!

সাধারণত ডিপার্ট্মেন্টাল এমসিকিউ বেশি থাকে নন-ডিপার্ট্মেন্টাল এমসিকিউ কখনও একবারেই থাকে না আবার কখনো থাকে (থাকলেও ২০% এর বেশি দেয় না)

Departmental MCQ: সাধারণত যে কোন চাকুরির পরীক্ষায় ৫ টি বিষয় থেকে প্রশ্ন আসে এগুলো হল

  Electrical Circuit Electrical Machine Electronics Power System Electrical Communication

এই বিষয়গুলোর মাঝে ইলেক্ট্রিক্যাল সার্কিট থেকে খুব বেশি থিউরিটিক্যাল  এমসিকিউ করা যায় না যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তাই এনালাইটিকাল এমসিকিউ দিবে না; এমনটাই স্বাভাবিক (যেহেতু বেঁধে দেওয়া কোন নিয়ম নেই তাই   ব্যতিক্রম হতেই পারে)   কমিউনিক্যাশন এর সাথে যেহেতু এই সেক্টরের সম্পর্ক কম তাই এখান থেকেও এমসিকিউ দিবে না বললেই চলে।  আর পাওয়ার সিস্টেম এর থিউরিটিক্যাল এমসিকিউ করার অপশন সীমিত। তাই অধিকাংশ এমসিকিউ  ইলেক্ট্রিক্যাল মেসিন এবং ইলেক্ট্রনিকস থেকে দিয়ে থাকে।

Hot Topics:

 
1.     Transformer
2.     Induction Motor
3.      Single Phase Induction Motors
4.      DC Motor & Generator
5.      Synchronous Motor and Generator
6.      Transistor and Rectifier
7.      Power Amplifier and Electrical Coupling
8.      SCR & Power electronics devices
9.      Feedback & Oscillators
10.      Electrical Measuring Instruments
11.   AM and FM Modulation
12.   Electrical Faults
13.   Switchgear
14.   Variable Loads and Power Stations
15.   Electrical Overhead line and Substation Equipment
16.   Resonance and Filters
17.   Recent Power Sector Updates.


Books: বইগুলোর অধ্যায় শেষে এমসিকিউ আছে সেইগুলো থেকে কমন আসে। (If you need softcopy of the following books, leave your email at comment section.)

1.      Principals of Electronics By VK Metha
2.      Objectives of Electrical By Rohit Metha & VK Metha
3.      Electrical Machine by BL Thereja


    Website:

1.      Examveda: https://www.examveda.com/mcq-question-on-electrical-engineering/
2.      Electricalunits: http://www.electricalunits.com/



Youtube Channel:

1.      Electrical Engg In Hindi: https://www.youtube.com/@ElectricalEnggInHindi
Electrical & Electronics Engineering MCQ’s: https://www.youtube.com/@electricalelectronicsengin5701/playlists
3.      EEE Knowledge Station: https://www.youtube.com/@EEEknowledgestation/playlists
4.      Electrical Engineering MCQ’s: https://www.youtube.com/@ElectricalEngineeringMCQs/playlists 


Non-Departmental MCQ:

BREB/PBS এর পরীক্ষায় স্পেশালভাবে না পড়লেও চলে। পড়তে চাইলে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাম্প্রতিক ৩-৪ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,  (BREB, BPDB, Power division) এই ওয়েবসাইটগুলো থেকে বর্তমান বিদ্যুৎখাতের হালচাল জেনে নিতে হবে


লিখিত পরীক্ষাঃ প্রিলির ফলাফল পরীক্ষার দিন বিকালে জানিয়ে দেওয়া হয় তারপরের দিন লিখিত পরীক্ষা হয় তাই প্রিলির সাথে সাথে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো হবে মূলত প্রিলি আর রিটেন পরীক্ষার প্রস্তুতি একই রকম আমি যে বছর পরীক্ষা দেই, সবগুলো ডিপার্টমেন্টাল প্রশ্ন ছিল কিন্তু অন্য কিছু পরীক্ষায় নন-ডিপার্টমেন্টাল প্রশ্নও দিতে দেখা যায় সাধারণত ১ ঘন্টার পরীক্ষায় ১০টি প্রশ্ন থাকে কখনও ৫টি প্রশ্নও দিতে দেখা যায় মোট ৫০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে

Written (Departmental part): পাঁচ ছয় লাইনে উত্তর দিতে হবে সেইরকম প্রশ্নই আসবে বড় করলে সম্পূর্ন প্রশ্নের উত্তর দিয়ে শেষ করা যায় না পড়তে হবে- টিকা, পার্থক্য, এডভান্টেজ, ডিজ-এডভান্টেজ, ক্যালকুলেটর ছাড়া করা যায় এমন বেসিক অংক।   

è Rectifier (full wave & half wave)

è Transistor as a switch and amplifier

è Transistor configuration (common CE, CC, CB)

è Power Amplifiers types (A, B, C) & Push pull Amplifier

è Feedback types and there uses in oscillator & amplifier

è TRIAC, DIAC, SCR

è AM vs FM modulation

è AM types

è Super-heterodyne AM receiver

è Sampling Theorem

è Delta Modulation

è TDMA, FDMA, SDMA

è Electrical Faults types

è Substation protective equipment

è Electrical Corona & Feranti effect

è HVAC vs HVDC transmission

è Load factor, Diversity factor and Plant factor

è Synchronous motor vs Induction motor

è Induction motor vs transformer

è Single phase vs Three Phase transformer

è AC vs DC

è Transformer losses

è Condition of Maximum efficiency of Transformer

è Armature reaction and Commutator

è Wound vs Squiral Case Induction Motor

è Is there any DC Transformer possible? Frequency changing effect in transformer performance

è Transformer Oil

è Buchloz Relay

è Ideal Fuse Characteristics and Pick up current

è Generator voltage and Frequency variation conditions with load

è Necessity of Motor starter

è Back EMF

è Conditions for Parallel connection of Transformer

è Conditions for Parallel connection of Generator

è Series vs Parallel Circuit

è Temperature Co-efficient of Resistance

è Ohm’s Law

è Resonance

 

Written (Non-Departmental Part):  বিশেষভাবে পড়ার কিছু নাই। আসতে পারে, নাও আসতে পারে। কমন পড়ার সম্ভাবনা কম। বেসিক থেকেই উত্তর দিতে হবে। নিচের বিষয়গুলো থেকে আসে সাধারণত।

è বাংলা থেকে ইংরেজি অনুবাদ

è ইংরেজি থেকে বাংলা অনুবাদ

è বিদ্যুৎ খাতের উপর ছোট টিকা লেখা

è  সাধারণ গণিত


৩। ভাইবাঃ রিটেনের রেজাল্ট পরেরদিন দিয়ে দিবে। তারপর বিভিন্ন গ্রুপে ভাইবা হবে। প্রিলি আর রিটেন ভালো হলে টেনশন করার কিছু নেই। ভাইবাতে অল্প নম্বর থাকে। তবে বেসিক ভাইবার যে দিকনির্দেশনা দিয়েছিলাম, তা অনুসরণ করলে আসা করি ভালো কিছু হবে।

 

 

 

 

 



No comments:

Post a Comment

Thank you for visiting my blog.

Designed By