Breaking News

Mastering Your Job (EEE) Viva Voce: চাকুরীর ভাইবা প্রস্তুতি

Today, we will discuss viva voce preparation. Many individuals seek advice on preparing for Viva Voce, so I'll share some insights from my own experience. Perhaps it will be helpful to someone.

আজকে কথা হবে ভাইবা নিয়ে। অনেকেই ভাইবার প্রিপারেশন নিয়ে পরামর্শ চেয়ে থাকে। তাই নিজের মতো করে কিছু তথ্য শেয়ার করব। কারও উপকারে আসতে পারে। 

Challenge: Embracing the ability to respond instinctively or spontaneously when navigating a new environment or making a first introduction.

Guidance: Cultivate humility in your expressions.

1) The essential initial stride in initiating a conversation is self-identification: If English isn't your forte, express yourself in Bengali.

Introduce yourself by stating your name, place of origin, educational background, and current pursuits. Should you wish to delve deeper, share aspects of your interests and passions. Ensure your introduction falls within the 1 to 1.5-minute timeframe. It's advisable to refrain from mentioning your father, mother, or siblings in this context. (During a Bangladesh Power Development Board interview, I introduced myself in English as requested. Similarly, during an BREB interview, I presented my introduction in Bengali as per the requirement.)"

চ্যালেঞ্জঃ নতুন পরিবেশ বা প্রথম পরিচয়ে নিজের সহজাত বা স্বতঃস্ফূর্ত আচরণ করতে পারা।
করণীয়ঃ কথায় বিনয়ী হওয়া। 
১। আলাপন বা কথোপকথনে অংশগ্রহণের স্বীকৃত প্রথম ধাপ নিজের পরিচয়ঃ ইংরেজিতে বলতে না বললে বাংলায় বলা। নিজের নাম, জেলা, পড়াশোনা, বর্তমানে কিছু করলে তা উল্লেখ করা। এর থেকেও বেশিকিছু বলতে হলে নিজের ভালোলাগে এমন কাজ বা বিষয় বলা। ১ থেকে ১.৫ মিনিটের ভিতর শেষ করা অবশ্যই উচিৎ। নিজের বাবা, মা, ভাইবোন নিয়ে এখানে কিছু না বলাই সর্বোত্তম ।  
 (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাইবাতে নিজের পরিচয় ইংরেজিতে দিতে বলেছিল। তাই ইংরেজিতে দিয়েছি। আর আরইবির ভাইবাতে বলেছিল নিজের সম্পর্কে কিছু বল। তাই বাংলায় দিয়েছিলাম।)  

2) A compelling introduction often leads to further inquiries. For instance, questions may arise regarding the significance of your name, any parallels it shares with renowned figures or sages, notable aspects of your district, or inquiries about your university.

২। পরিচয়টা ভালোভাবে দিতে পারলে, এখান থেকেই নিজের দ্বিতীয় প্রশ্ন তৈরি হয়ে যাবে। যেমন- নিজের নামের অর্থ বা নামের সাথে মিল বিখ্যাত কোন মনীষী,  নিজ জেলার সম্পর্কে বিশেষ কোন তথ্য, নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞাসা (জাতীয় কবি বলে কথা!)।

3) Gather information about the viva from the organization's website.

৩। যেই প্রতিষ্ঠানে ভাইবা  ওয়েবসাইট থেকে সেটি সম্পর্কে জেনে যাওয়া। 

4) It's imperative to be well-versed in topics such as the Liberation War, Bir Shrestha (War Heroes), Language Movement Activists, Present government info (Bangabandhu Sheikh Mujibur Rahman, Prime Minister Sheikh Hasina), and basic facts about Bangladesh (geography, districts, borders). Failing to address these could be seen as inexcusable, so it's essential to mentally prepare and provide concise and accurate responses.

৪। মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ট, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু, শেখহাসিনা (বর্তমান প্রধানমন্ত্রীর রজনৈতিক দলের  প্রতিষ্ঠাতা সম্পর্কে), বাংলাদেশ পরিচিতি ( আয়তন, জেলা, সীমান্ত)।

উপরের বিষয় থেকে কোনকিছু বলতে না পারাটা অমার্জনীয়। তাই এইগুলো নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অল্প কথায় যথাযথ উত্তর।

5) In a sectional question, ignorance isn't detrimental, but misinformation is. Hence, it's crucial to refrain from discussing topics lacking clear understanding. As an electrical engineer, failing to grasp fundamental concepts can leave a negative impression. These minimum essentials should include

৫। বিভাগীয় প্রশ্নঃ কোনকিছু না জানা দূষণীয় নয়, তবে ভুল জানা দূষণীয়। তাই সঠিক ও স্পষ্ট ধারণা নেই এমন জিনিস অবশ্যই  এড়িয়ে যাবে। তবে  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ন্যূনতম যে বিষয়গুলি সম্পর্কে না জানাটা তোমার ব্যাপারে নেতিবাচক ধারণা দিবে সেইগুলি হল- 

  • কারেন্ট (Current)
  • রোধ (Resistance)
  • ক্যাপাসিটর, ইন্ডাক্টর ( যেমনঃ এসিডিসিতে এদের আচরণ)। Capacitor, inductor and theirs behaviors at AC/DC system. 
  • রেজোনেন্স (Resonance)
  • পাওয়ার ফ্যাক্টর (Power factor)
  • এক্টিভ পাওয়ার, রিএকটিভ পাওয়ার (Active power, Reactive power concept)
  • ডাইভারসিটি ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কম না বেশি থাকা ভালো (Better to have diversity factor, power factor less or more)
  • ট্রন্সফরমার ( ট্রান্সফরমার ওয়েলের নাম ও কাজ, সর্ট সার্কিট ও ওপেন সার্কিট টেস্টে কি লস পাওয়া যায়, বুখলুজ রিলে কি ধরণের ফল্টের জন্য কাজ করে, ONAF, ONAN, AFOF মানে কি, টেপ চেইঞ্জার কি ও কোথায় থাকে, ব্রিদার কি). Transformer (name and function of transformer oil, what loss is found in short circuit and open circuit test, what type of fault Buchholz relay works for, what is ONAF, ONAN, AFOF, what is tape changer and where is it, what is breather)
  • সিনক্রোনাস মটর এবং ইন্ডাকশন মটরের  বেসিক কার্যপ্রণালী ও পার্থক্য । (Basic working and difference between synchronous motor and induction motor.)

If nothing else, I hope to get good feedback. Thanks everyone.

এছাড়া অন্যকিছু না পারলেও আশা করি ভালো ফিডব্যাক পাবে। ধন্যবাদ সবাইকে। 

Excess isn't necessarily negative when viewed through the right lens:

অতিরিক্ত যা দেখে গেলে মন্দ হয় নাঃ

  • পাওয়ার সাবস্টেশনে বিভিন্ন উপাদান (প্রটেকশন *) বা সিঙ্গেললাইন ডায়াগ্রাম 
  • এক নজরে বিদ্যুৎখাত (পাওয়ারসেল / পাওয়ারডিভিশন থেকে)
  • কুইকরেন্টাল, ক্যাপটিভ প্ল্যান্ট কি 
  • কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট

Read more ...

Mastering Modbus Communication: A Comprehensive Guide with Troubleshooting Tips

Modbus communication has become the backbone of industrial automation, allowing seamless data exchange between devices in a wide array of applications. Whether you're a seasoned engineer or a newcomer to the field, this blog post aims to provide a comprehensive guide to Modbus communication, from the basics to advanced troubleshooting tips. Let's dive in and unlock the secrets to mastering Modbus.

Understanding Modbus Communication

What is Modbus?

Modbus is a widely used communication protocol that enables communication between devices in a master-slave architecture. It's known for its simplicity and efficiency, making it a popular choice for industrial applications.

Types of Modbus

Modbus RTU (Remote Terminal Unit): A serial communication protocol using binary coding for communication over RS-232 or RS-485.

Modbus TCP/IP: Utilizes Ethernet networks for communication, allowing for faster data exchange compared to RTU.

Components of Modbus Communication

Master Device: Initiates communication and requests data from slave devices.

Slave Device: Responds to requests from the master device and provides the requested data.

Registers: Memory locations that store data in both master and slave devices.

Setting Up Modbus Communication

Physical Connection:

For Modbus RTU:
  • Ensure proper wiring of RS-232 or RS-485 cables.
  • Pay attention to device addressing and termination resistors.
For Modbus TCP/IP:
  • Connect devices to an Ethernet network.
  • Assign unique IP addresses to each device.

Configuring Devices

  • Set appropriate communication parameters (baud rate, data bits, stop bits).
  • Assign unique slave addresses to each device on the network.

Troubleshooting Modbus Communication

Common Issues and Solutions

1. Communication Failures:
  • Check Physical Connections: Inspect cables, connectors, and termination resistors.
  • Verify Device Addressing: Ensure each device has a unique address.
  • Baud Rate Mismatch: Confirm that the master and slave devices use the same baud rate.
2. Incorrect Data Readings:
  • Check Data Types: Confirm that the master and slave devices interpret data in the same format (e.g., integer, floating-point).
  • Verify Register Addresses: Ensure the master is reading from the correct register addresses on the slave.
3. Timeout Errors:
  • Adjust Timeout Settings: Increase timeout settings on devices to accommodate longer response times.
  • Evaluate Network Traffic: Check for network congestion or interference affecting communication.
4. Network Configuration Issues:
  • Firewall Settings: Ensure that firewalls permit Modbus communication.
  • IP Address Conflicts: Resolve conflicts by assigning unique IP addresses.

Advanced Troubleshooting Tools

  • Modbus Diagnostics Software: Use specialized software to monitor Modbus communication in real-time.
  • Wireshark: Analyze network traffic to identify anomalies.

Mastering Modbus communication is a key skill for anyone involved in industrial automation. By understanding the basics, setting up devices correctly, and employing effective troubleshooting techniques, you can ensure reliable and efficient communication in your automation projects. Embrace the power of Modbus, and let your industrial systems communicate seamlessly. Happy troubleshooting!






Read more ...

Departmental Job Exam Preparation of EEE by MD. Tahrimur Rahman

EEE Job Preparation by rony parvez

EEE Job preparation by rana
EEE Job preparation

Job exam preparation
Departmental Job

EEE Job preparation

EEE Job preparation

EEE Job preparation

EEE Job preparation

Job Exam preparation
EEE Job preparation




EEE Job preparation

EEE Job preparation


EEE Job preparation
EEE Job preparation

EEE Job preparation

EEE Job preparation

EEE Job preparation

EEE Job preparation

EEE Job preparation





Phasor Diagram Drawing from Circuit:


Per Unit Concept and Reactance Diagram Drawing: 


Zero Sequence Network Drawing:


Load Flow Studies:


Mutually Coupled Electric Circuit:


Modulation Problems:

Read more ...

BREB/PBS JOB EXAM PREPARATION BY MD. TAHRIMUR RAHMAN


বাংলাদেশের সবচেয়ে সুন্দর নিয়োগ পদ্ধতির একটি। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ১০ দিন সময় নেয়, যা অন্য কোন প্রতিষ্ঠানে দেখা যায় না।

Recruitment Process

১। প্রিলি বা এমসিকিউ পরীক্ষাঃ যেদিন পরীক্ষা হবে, সেদিন বিকালে রিজাল্ট দিয়ে দেয়। যতজনই পরীক্ষা দিক না কেন, সাধারণত রিটেনের জন্য ২০০ থেকে ৪০০ জনের মতো উত্তীর্ণ করে। তাই প্রশ্নের ধরন অনুযায়ী কাটমার্ক ভিন্ন হতে পারে তবে  ৮৫% মার্কের উপর নিশ্চিত করলে রিটেনের জন্য উত্তীর্ণ হওয়ার আশা করা যায়  নেগেটিভ মার্কিং সাধারণত থাকে না, তাই সব প্রশ্ন উত্তর দেওয়া উচিত কিন্তু চাকুরি পরীক্ষার নিয়ম যেহেতু নির্দিষ্ট করা নাই, তাই নেগেটিভ মার্কিং যেকোন সময় এড হতে পারে  পরীক্ষার শুরুতে প্রশ্নের নির্দেশিকায় যদি নেগেটিভ মার্কিং নিয়ে লেখা থাকে , তাহলে নেগেটিভ মার্কিং থাকে; অন্যথায় নয় 

পরীক্ষার প্রশ্ন নিজেরা করে। যেহেতু চাকুরীজীবী মানুষ। প্রশ্ন তৈরি করার সময় কোথায়? ধারণামতে বিভিন্ন বই বা ওয়েবসাইট থেকে প্রশ্ন কপি করে থাকে!

সাধারণত ডিপার্ট্মেন্টাল এমসিকিউ বেশি থাকে নন-ডিপার্ট্মেন্টাল এমসিকিউ কখনও একবারেই থাকে না আবার কখনো থাকে (থাকলেও ২০% এর বেশি দেয় না)

Departmental MCQ: সাধারণত যে কোন চাকুরির পরীক্ষায় ৫ টি বিষয় থেকে প্রশ্ন আসে এগুলো হল

  Electrical Circuit Electrical Machine Electronics Power System Electrical Communication

এই বিষয়গুলোর মাঝে ইলেক্ট্রিক্যাল সার্কিট থেকে খুব বেশি থিউরিটিক্যাল  এমসিকিউ করা যায় না যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তাই এনালাইটিকাল এমসিকিউ দিবে না; এমনটাই স্বাভাবিক (যেহেতু বেঁধে দেওয়া কোন নিয়ম নেই তাই   ব্যতিক্রম হতেই পারে)   কমিউনিক্যাশন এর সাথে যেহেতু এই সেক্টরের সম্পর্ক কম তাই এখান থেকেও এমসিকিউ দিবে না বললেই চলে।  আর পাওয়ার সিস্টেম এর থিউরিটিক্যাল এমসিকিউ করার অপশন সীমিত। তাই অধিকাংশ এমসিকিউ  ইলেক্ট্রিক্যাল মেসিন এবং ইলেক্ট্রনিকস থেকে দিয়ে থাকে।

Hot Topics:

 
1.     Transformer
2.     Induction Motor
3.      Single Phase Induction Motors
4.      DC Motor & Generator
5.      Synchronous Motor and Generator
6.      Transistor and Rectifier
7.      Power Amplifier and Electrical Coupling
8.      SCR & Power electronics devices
9.      Feedback & Oscillators
10.      Electrical Measuring Instruments
11.   AM and FM Modulation
12.   Electrical Faults
13.   Switchgear
14.   Variable Loads and Power Stations
15.   Electrical Overhead line and Substation Equipment
16.   Resonance and Filters
17.   Recent Power Sector Updates.


Books: বইগুলোর অধ্যায় শেষে এমসিকিউ আছে সেইগুলো থেকে কমন আসে। (If you need softcopy of the following books, leave your email at comment section.)

1.      Principals of Electronics By VK Metha
2.      Objectives of Electrical By Rohit Metha & VK Metha
3.      Electrical Machine by BL Thereja


    Website:

1.      Examveda: https://www.examveda.com/mcq-question-on-electrical-engineering/
2.      Electricalunits: http://www.electricalunits.com/



Youtube Channel:

1.      Electrical Engg In Hindi: https://www.youtube.com/@ElectricalEnggInHindi
Electrical & Electronics Engineering MCQ’s: https://www.youtube.com/@electricalelectronicsengin5701/playlists
3.      EEE Knowledge Station: https://www.youtube.com/@EEEknowledgestation/playlists
4.      Electrical Engineering MCQ’s: https://www.youtube.com/@ElectricalEngineeringMCQs/playlists 


Non-Departmental MCQ:

BREB/PBS এর পরীক্ষায় স্পেশালভাবে না পড়লেও চলে। পড়তে চাইলে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাম্প্রতিক ৩-৪ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স,  (BREB, BPDB, Power division) এই ওয়েবসাইটগুলো থেকে বর্তমান বিদ্যুৎখাতের হালচাল জেনে নিতে হবে


লিখিত পরীক্ষাঃ প্রিলির ফলাফল পরীক্ষার দিন বিকালে জানিয়ে দেওয়া হয় তারপরের দিন লিখিত পরীক্ষা হয় তাই প্রিলির সাথে সাথে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো হবে মূলত প্রিলি আর রিটেন পরীক্ষার প্রস্তুতি একই রকম আমি যে বছর পরীক্ষা দেই, সবগুলো ডিপার্টমেন্টাল প্রশ্ন ছিল কিন্তু অন্য কিছু পরীক্ষায় নন-ডিপার্টমেন্টাল প্রশ্নও দিতে দেখা যায় সাধারণত ১ ঘন্টার পরীক্ষায় ১০টি প্রশ্ন থাকে কখনও ৫টি প্রশ্নও দিতে দেখা যায় মোট ৫০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে

Written (Departmental part): পাঁচ ছয় লাইনে উত্তর দিতে হবে সেইরকম প্রশ্নই আসবে বড় করলে সম্পূর্ন প্রশ্নের উত্তর দিয়ে শেষ করা যায় না পড়তে হবে- টিকা, পার্থক্য, এডভান্টেজ, ডিজ-এডভান্টেজ, ক্যালকুলেটর ছাড়া করা যায় এমন বেসিক অংক।   

è Rectifier (full wave & half wave)

è Transistor as a switch and amplifier

è Transistor configuration (common CE, CC, CB)

è Power Amplifiers types (A, B, C) & Push pull Amplifier

è Feedback types and there uses in oscillator & amplifier

è TRIAC, DIAC, SCR

è AM vs FM modulation

è AM types

è Super-heterodyne AM receiver

è Sampling Theorem

è Delta Modulation

è TDMA, FDMA, SDMA

è Electrical Faults types

è Substation protective equipment

è Electrical Corona & Feranti effect

è HVAC vs HVDC transmission

è Load factor, Diversity factor and Plant factor

è Synchronous motor vs Induction motor

è Induction motor vs transformer

è Single phase vs Three Phase transformer

è AC vs DC

è Transformer losses

è Condition of Maximum efficiency of Transformer

è Armature reaction and Commutator

è Wound vs Squiral Case Induction Motor

è Is there any DC Transformer possible? Frequency changing effect in transformer performance

è Transformer Oil

è Buchloz Relay

è Ideal Fuse Characteristics and Pick up current

è Generator voltage and Frequency variation conditions with load

è Necessity of Motor starter

è Back EMF

è Conditions for Parallel connection of Transformer

è Conditions for Parallel connection of Generator

è Series vs Parallel Circuit

è Temperature Co-efficient of Resistance

è Ohm’s Law

è Resonance

 

Written (Non-Departmental Part):  বিশেষভাবে পড়ার কিছু নাই। আসতে পারে, নাও আসতে পারে। কমন পড়ার সম্ভাবনা কম। বেসিক থেকেই উত্তর দিতে হবে। নিচের বিষয়গুলো থেকে আসে সাধারণত।

è বাংলা থেকে ইংরেজি অনুবাদ

è ইংরেজি থেকে বাংলা অনুবাদ

è বিদ্যুৎ খাতের উপর ছোট টিকা লেখা

è  সাধারণ গণিত


৩। ভাইবাঃ রিটেনের রেজাল্ট পরেরদিন দিয়ে দিবে। তারপর বিভিন্ন গ্রুপে ভাইবা হবে। প্রিলি আর রিটেন ভালো হলে টেনশন করার কিছু নেই। ভাইবাতে অল্প নম্বর থাকে। তবে বেসিক ভাইবার যে দিকনির্দেশনা দিয়েছিলাম, তা অনুসরণ করলে আসা করি ভালো কিছু হবে।

 

 

 

 

 



Read more ...
Designed By