Breaking News

Mastering Your Job (EEE) Viva Voce: চাকুরীর ভাইবা প্রস্তুতি

Today, we will discuss viva voce preparation. Many individuals seek advice on preparing for Viva Voce, so I'll share some insights from my own experience. Perhaps it will be helpful to someone.

আজকে কথা হবে ভাইবা নিয়ে। অনেকেই ভাইবার প্রিপারেশন নিয়ে পরামর্শ চেয়ে থাকে। তাই নিজের মতো করে কিছু তথ্য শেয়ার করব। কারও উপকারে আসতে পারে। 

Challenge: Embracing the ability to respond instinctively or spontaneously when navigating a new environment or making a first introduction.

Guidance: Cultivate humility in your expressions.

1) The essential initial stride in initiating a conversation is self-identification: If English isn't your forte, express yourself in Bengali.

Introduce yourself by stating your name, place of origin, educational background, and current pursuits. Should you wish to delve deeper, share aspects of your interests and passions. Ensure your introduction falls within the 1 to 1.5-minute timeframe. It's advisable to refrain from mentioning your father, mother, or siblings in this context. (During a Bangladesh Power Development Board interview, I introduced myself in English as requested. Similarly, during an BREB interview, I presented my introduction in Bengali as per the requirement.)"

চ্যালেঞ্জঃ নতুন পরিবেশ বা প্রথম পরিচয়ে নিজের সহজাত বা স্বতঃস্ফূর্ত আচরণ করতে পারা।
করণীয়ঃ কথায় বিনয়ী হওয়া। 
১। আলাপন বা কথোপকথনে অংশগ্রহণের স্বীকৃত প্রথম ধাপ নিজের পরিচয়ঃ ইংরেজিতে বলতে না বললে বাংলায় বলা। নিজের নাম, জেলা, পড়াশোনা, বর্তমানে কিছু করলে তা উল্লেখ করা। এর থেকেও বেশিকিছু বলতে হলে নিজের ভালোলাগে এমন কাজ বা বিষয় বলা। ১ থেকে ১.৫ মিনিটের ভিতর শেষ করা অবশ্যই উচিৎ। নিজের বাবা, মা, ভাইবোন নিয়ে এখানে কিছু না বলাই সর্বোত্তম ।  
 (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাইবাতে নিজের পরিচয় ইংরেজিতে দিতে বলেছিল। তাই ইংরেজিতে দিয়েছি। আর আরইবির ভাইবাতে বলেছিল নিজের সম্পর্কে কিছু বল। তাই বাংলায় দিয়েছিলাম।)  

2) A compelling introduction often leads to further inquiries. For instance, questions may arise regarding the significance of your name, any parallels it shares with renowned figures or sages, notable aspects of your district, or inquiries about your university.

২। পরিচয়টা ভালোভাবে দিতে পারলে, এখান থেকেই নিজের দ্বিতীয় প্রশ্ন তৈরি হয়ে যাবে। যেমন- নিজের নামের অর্থ বা নামের সাথে মিল বিখ্যাত কোন মনীষী,  নিজ জেলার সম্পর্কে বিশেষ কোন তথ্য, নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞাসা (জাতীয় কবি বলে কথা!)।

3) Gather information about the viva from the organization's website.

৩। যেই প্রতিষ্ঠানে ভাইবা  ওয়েবসাইট থেকে সেটি সম্পর্কে জেনে যাওয়া। 

4) It's imperative to be well-versed in topics such as the Liberation War, Bir Shrestha (War Heroes), Language Movement Activists, Present government info (Bangabandhu Sheikh Mujibur Rahman, Prime Minister Sheikh Hasina), and basic facts about Bangladesh (geography, districts, borders). Failing to address these could be seen as inexcusable, so it's essential to mentally prepare and provide concise and accurate responses.

৪। মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ট, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু, শেখহাসিনা (বর্তমান প্রধানমন্ত্রীর রজনৈতিক দলের  প্রতিষ্ঠাতা সম্পর্কে), বাংলাদেশ পরিচিতি ( আয়তন, জেলা, সীমান্ত)।

উপরের বিষয় থেকে কোনকিছু বলতে না পারাটা অমার্জনীয়। তাই এইগুলো নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অল্প কথায় যথাযথ উত্তর।

5) In a sectional question, ignorance isn't detrimental, but misinformation is. Hence, it's crucial to refrain from discussing topics lacking clear understanding. As an electrical engineer, failing to grasp fundamental concepts can leave a negative impression. These minimum essentials should include

৫। বিভাগীয় প্রশ্নঃ কোনকিছু না জানা দূষণীয় নয়, তবে ভুল জানা দূষণীয়। তাই সঠিক ও স্পষ্ট ধারণা নেই এমন জিনিস অবশ্যই  এড়িয়ে যাবে। তবে  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ন্যূনতম যে বিষয়গুলি সম্পর্কে না জানাটা তোমার ব্যাপারে নেতিবাচক ধারণা দিবে সেইগুলি হল- 

  • কারেন্ট (Current)
  • রোধ (Resistance)
  • ক্যাপাসিটর, ইন্ডাক্টর ( যেমনঃ এসিডিসিতে এদের আচরণ)। Capacitor, inductor and theirs behaviors at AC/DC system. 
  • রেজোনেন্স (Resonance)
  • পাওয়ার ফ্যাক্টর (Power factor)
  • এক্টিভ পাওয়ার, রিএকটিভ পাওয়ার (Active power, Reactive power concept)
  • ডাইভারসিটি ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কম না বেশি থাকা ভালো (Better to have diversity factor, power factor less or more)
  • ট্রন্সফরমার ( ট্রান্সফরমার ওয়েলের নাম ও কাজ, সর্ট সার্কিট ও ওপেন সার্কিট টেস্টে কি লস পাওয়া যায়, বুখলুজ রিলে কি ধরণের ফল্টের জন্য কাজ করে, ONAF, ONAN, AFOF মানে কি, টেপ চেইঞ্জার কি ও কোথায় থাকে, ব্রিদার কি). Transformer (name and function of transformer oil, what loss is found in short circuit and open circuit test, what type of fault Buchholz relay works for, what is ONAF, ONAN, AFOF, what is tape changer and where is it, what is breather)
  • সিনক্রোনাস মটর এবং ইন্ডাকশন মটরের  বেসিক কার্যপ্রণালী ও পার্থক্য । (Basic working and difference between synchronous motor and induction motor.)

If nothing else, I hope to get good feedback. Thanks everyone.

এছাড়া অন্যকিছু না পারলেও আশা করি ভালো ফিডব্যাক পাবে। ধন্যবাদ সবাইকে। 

Excess isn't necessarily negative when viewed through the right lens:

অতিরিক্ত যা দেখে গেলে মন্দ হয় নাঃ

  • পাওয়ার সাবস্টেশনে বিভিন্ন উপাদান (প্রটেকশন *) বা সিঙ্গেললাইন ডায়াগ্রাম 
  • এক নজরে বিদ্যুৎখাত (পাওয়ারসেল / পাওয়ারডিভিশন থেকে)
  • কুইকরেন্টাল, ক্যাপটিভ প্ল্যান্ট কি 
  • কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট

Read more ...
Designed By